সামাজিক দূরত্ব বজায় রেখে গাজীপুরের কালিয়াকৈরের বঙ্গবন্ধু হাইটেক সিটির ভিতর গাজীপুর জেলা আনসার ভিডিপি ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে তিন শতাধিক দুস্থ আনসার সদস্যদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।
বুধবার সকালে দুস্থ সদস্যদের হাতে ৫ কেজি চাউল, ২কেজি আলু, ১ডাল, ১কেজি পেঁয়াজ সাবান ও মাক্স বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণে উপস্থিত ছিলেন, আনসার ভিডিপির গাজীপুর জেলা সহকারী কমান্ডার হেলাল উদ্দিন। উপজেলা আনসার অফিসার ফজলুল হকসহ বিভিন্ন ইউনিয়নের আনসারদের দল নেতারা।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন