বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় করোনায় কর্মহীন অসচ্ছল দলীয় নেতাকর্মীসহ ৪ হাজার হতদরিদ্র পরিবারের বাড়িতে জরুরি খাদ্য সহায়তা ও ইফতার সামগ্রী পাঠাচ্ছে বিএনপি।
দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বাগেরহাট-৪ আসনে বিএনপি দলীয় প্রার্থী কাজী খায়রুজ্জামান শিপনের অর্থায়নে আজ সকালে মোরেলগঞ্জ উপজেলার ১৬টি ইউনিয়ন ও একটি পৌরসভায় খাদ্য সহায়তা পাঠানো হয়।
সকালে মোরেলগঞ্জ উপজেলা বিএনপির সভাপিত শহিদুল হক বাবুল ও সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন সামাদসহ বিএনপির ইউনিয়নর নেতাদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেয়া হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার