নেত্রকোনা জেলার তিন হাজার আনসার ভিডিপি সদস্যের মাঝে ত্রাণ সহায়তা দিয়েছে আনসার কার্যালয়।
আজ বুধবার বেলা সাড়ে ১১টায় নেত্রকোনার বিএডিসি ফার্মের পাশে আনসার কার্যালয়ে এই ত্রাণ সহায়তা প্রদান কর্মসূচি উদ্বোধন করেন পরিচালক জেলা কমান্ড্যান্ট মো. জিয়াউল হাসান।
পরে প্রতি উপজেলার তিনশত করে আনসার ভিডিপির নারী-পুরুষ সদস্যকে এই ত্রাণ তুলে দেয়া হয়।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী জেলা কমান্ড্যান্ট মো. মিজানুর রহমান, সার্কেল এডজুট্যান্ট মো. মনিরুল ইসলাম, সদর কর্মকর্তা শাহ মোফাচ্ছেল হক প্রমুখ।
দুর্যোগকালীন এই ত্রাণ সহায়তা অব্যাহত থাকবে বলে জানানো হয়।
বিডি প্রতিদিন/এনায়েত করিম