নেত্রকোনার দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার উপসর্গ নিয়ে ২০ মাসের শিশু মেহেদী হাসানের মৃত্যু হয়েছে। গত তিন দিন ধরে জ্বর ও সর্দি ছিল শিশুটির। আজ বুধবার সকাল ১০টায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বেলা ১২টায় মারা যায় শিশুটি।
পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়, গত তিনদিন আগে শিশুটি জ্বরে আক্রান্ত হয়। পরিবারের সদস্যরা শিশুটিকে গতকাল দুপুরে ও রাতে নাপা সিরাপ খাওয়ায়। অবস্থার উন্নতি না হওয়ায় আজ বুধবার সকালে শিশুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আবাসিক মেডিকেল অফিসার তানজিরুল ইসলাম বলেছেন, শিশুটির নমুনা সংগ্রহ করা হয়েছে।
বিডি প্রতিদিন/ফারজানা