বগুড়ার সোনাতলায় বুধবার কর্মহীন মানুষের মাঝে বিভিন্ন স্থানে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। সোনাতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. মিনহাদুজ্জামান লীটনের ব্যক্তিগত অর্থায়নে উপজেলার তেকানীচুকাইনগর ইউনিয়নের বালিয়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও স্থানীয় ঈদগাহ মাঠে কর্মহীন মানুষের মাঝে রমজান ও করোনাভাইরাস পরিস্থিতিতে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাল, মিষ্টি কুমড়া, আলু, সোলার বুট, মুড়ি।
এ সময় উপস্থিত ছিলেন বগুড়া-১ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাহাদারা মান্নান শিল্পী, উপজেলা চেয়ারম্যান এ্যাড. মিনহাদুজ্জামান লীটন, তেকানীচুকাইনগর ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ শামছুল হক, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন প্রমুখ।
এদিকে গত মঙ্গলবার উপজেলার সুজাইতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কৃষিবিদ ড. মো. শহিদুল আলমের নেতৃত্বে স্থানীয় দানশীল ব্যক্তিদের অর্থায়নে কর্মহীন ১২০ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল, চাল, ডাল, ছোলা, খেজুর, মুড়ি, সেমাই, তেল ও আলু।
বিডি প্রতিদিন/আল আমীন