মানুষকে ধৈর্যশীল ও সচেতন হয়ে করোনাভাইরাস প্রতিরোধ করার আহ্বান জানিয়ে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেছেন, সরকারের নির্দেশনা মেনে চলতে হবে। সরকারের কাছে পর্যাপ্ত খাবার মজুদ আছে। ত্রাণ নিয়ে কোনো দুর্নীতি অনিয়ম সহ্য করা হবে না।
আজ বুধবার করোনাভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া দিনাজপুর শহরের অসহায় ও দরিদ্রদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে চাল, ডাল, তেলসহ খাদ্য সামগ্রী বিতরণকালে এসব কথা বলেন তিনি।
এসময় আরও উপস্থিত ছিলেন দিনাজপুর শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান রাজু, জেলা যুবলীগের সভাপতি রাশেদ পারভেজ, শহর যুবলীগের সভাপতি আশরাফুল আলম রমজান, কাউন্সিলর মাসতুরা বেগম পুতুল, আওয়ামী লীগ নেতা মাহমুদুর রহমান মাসুম, বিজয় কুমার দাস প্রমুখ।
একইদিন দিনাজপুর শহরের অসহায় ও দরিদ্রদের মাঝে স্কাইটেল ও মেসার্স সিটি ট্রের্ডাস প্রদত্ত ইফতার সামগ্রী ও ত্রাণ বিতরণ করেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি। এসময় উপস্থিত ছিলেন দিনাজপুর শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান রাজু, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন, স্কাইটেল ও মেসার্স সিটি ট্রের্ডাস এর সত্তাধিকারী মুর্শেদ আলম বাপ্পী প্রমুখ।
বিডি প্রতিদিন/এনায়েত করিম