করোনার প্রভাবে পুরো রমজানে সংকটে থাকা মানুষদের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছেন যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের সহসভাপতি হোসেন সোহেল রানা।
নীলফামারী শহরের বিভিন্ন এলাকায় দুই হাজার মানুষকে খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে তার ব্যক্তিগত উদ্যোগে। খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, আলু ও তেল।
বুধবার দুপুর থেকে ইবাদত ডায়াগনোস্টিক সেন্টারের ব্যানারে এসব উপহার সামগ্রী বিতরণ শুরু করা হয়।
এদিন সওদাগড় পাড়া, বড় বাজার, মেলারডাঙ্গা, গাছবাড়ি, মিলন পল্লী, বারইপাড়াসহ বিভিন্ন এলাকায় খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়। এতে নেতৃত্ব দিচ্ছেন তাহাজ্জত হোসেন ও জেলা ছাত্রলীগের প্রাক্তন সাধারণ সম্পাদক নোহেল রানা।
বিডি প্রতিদিন/আল আমীন