বগুড়ার শিবগঞ্জের কিচক হরিপুরে ট্রাক চাপায় বালু শ্রমিক নিহত হয়েছে। নিহত রাকিব (১৪) হরিপুর দক্ষিণ পাড়ার খলিলুর রহমানের ছেলে। বুধবার ভোর ছয়টায় শিবগঞ্জ উপজেলার কিচক হরিপুর চককানু গ্রামে বালুর পয়েন্টে এ ঘটনা ঘটে।
বগুড়ার শিবগঞ্জ থানার এসআই শহিদুল ইসলাম জানান, রাকিব ওই ট্রাকের লেবার ছিল। সে বালুভর্তি ট্রাকের চাকার নিচে থেকে জ্যাম খুলতে যায়। এ সময় ট্রাক সামনের দিকে অগ্রসর হলে ট্রাকের চাপায় ঘটনাস্থলে নিহত হয়। ট্রাকটি আটক হয়েছে, চালক পলাতক রয়েছে।
বিডি প্রতিদিন/আল আমীন