গাজীপুরের আলোচিত ফোর মার্ডারের ঘটনায় আরও ৫ জনকে গ্রেফতার করেছে র্যাব-১। এ ঘটনায় এ পর্যন্ত ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা একে অপরের আত্মীয় বলে জানা গেছে।
মঙ্গলবার রাতে র্যাব-১ এর একাধিক দল যৌথ অভিযান চালিয়ে শ্রীপুরের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করে। এ সময় লুট করা নগদ অর্থ, স্বর্ণালঙ্কার ও গ্রেফতারদের পরিধেয় রক্তমাখা পোশাক উদ্ধার ও জব্দ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১ গাজীপুর পোড়াবাড়ী কোম্পানি কমান্ডার মামুন আব্দুল্লাহ।
এর আগে গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনাবাজার এলাকায় মা ও তিন সন্তানকে গলাকেটে হত্যা করে দুর্বৃত্তরা। ঘটনার প্রেক্ষিতে একইদিন রাতে শ্রীপুর থানায় মামলা দায়ের করা হয়।
রবিবার (২৬ এপ্রিল) দিবাগত রাতে ঘটনার মূল হোতা পারভেজকে (২০) গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পরদিন (২৭ এপ্রিল) আদালতের কাছে মা ও তিন সন্তানকে হত্যার বীভৎস বর্ণনা দেন পারভেজ।
বিডি প্রতিদিন/হিমেল