ফেনীতে এক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের চেষ্টা করার ভিডিওর সূত্র ধরে তৌহিদুল ইসলাম কিরণ নামে এক যুবককে আটক করেছে গোয়েন্দা পুলিশ। গতকাল মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতে ফেনী শহরতলীর লালপোল থেকে তাকে আটক করা হয়।
আটককৃত কিরণ সদর উপজেলার কালিদহ ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের রেহান উদ্দিন মোল্লা বাড়ির আবু বক্করের ছেলে। সে একটি গ্রীল ওয়ার্কসপে কাজ করে। জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক এ এন এম নূরুজ্জামান জানান, মঙ্গলবার বিকালে লালপোল এলাকায় কিরণ মানসিক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের চেষ্টা করে। তার ওই ধর্ষণের চেষ্টার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশ রাতেই অভিযান চালিয়ে কিরণকে আটক করে।
জানা যায়, কিরণ লালপোলে সড়কের পাশে একটি ঝোপের ভেতর টেনে নিয়ে ওই প্রতিবন্ধীকে ধর্ষণের চেষ্টা করে। বিষয়টি কারও চোখে পড়ার পর সে তা ভিডিও করে। বিষয়টি আঁচ করতে পেরে কিরণ কৌশলে পালিয়ে যায়। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে আপলোড করে ছড়িয়ে দেওয়া হয়।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ