ফেনী ইউনিভার্সিটির শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মী মোজাম্মেল হোসেন শুভ তার টিউশনির টাকায় কিনা শখের মোট সাইকেল বিক্রি করে করোনায় অসহায় হয়ে পড়া মানুষের পাশে ভালাবাসার উপহার নিয়ে দাঁড়িয়েছেন।
বন্ধুদের নিয়ে শহরের বনানী পাড়া ও বারাহীপুরের অর্ধশতাধিক অসহায় মানুষের হাতে তুলে দিয়েছেন তিনি ভালোবাসার উপহার। গত ২২ এপ্রিল সে তার মোটরসাইকেলটি ১ লাখ ২০ হাজার টাকায় বিক্রি করে দেয়। সে টাকায় প্রথম ধাপে ৫০ হাজার টাকা দিয়ে গত ২৪ এপ্রিল তার নিজ এলাকা বনানী পাড়ায় ২৫ পরিবারের হাতে ভালোবাসার উপহার তুলে দেয়।
এরপর গতকাল মঙ্গলবার (২৮ এপ্রিল) বারাহীপুর এলাকায় আরও ৩৫ পরিবারের হাতে তিনি উপহার তুলে দেন। কিছু টাকা বন্ধুদের নিয়ে গড়া ২০১১-২৩ ব্যাচের চ্যারেটি ফান্ডে দিয়েছেন এবং বাকী টাকা ঈদে অসহায়দের মাঝে খাদ্য বস্ত্র বিতরণের পরিকল্পনা তার। সে বনানী পাড়ার সৌদি ফেরত মুক্তিযোদ্ধা মহিউদ্দিন চৌধুরীর ছেলে।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ