ফরিদপুরের আলফাডাঙ্গায় করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া অসহায়, দুস্থ দোকানদারদের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেছে সমাজ সেবামূলক সংস্থা কাঞ্চন মুন্সী ফাউন্ডেশন।
আজ বুধবার সকাল ১০টার দিকে উপজেলার গোপালপুর বাজারের ৬৪ জন অসহায়, দুস্থ দোকানদারদের মাঝে ফাউন্ডেশনের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য আরিফুর রহমান দোলনের পক্ষ থেকে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এসময় গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোনায়েম খান, বাজার বনিক সমিতির আহ্বায়ক কমিটির সদস্য মনিরুজ্জামান মনি, বনিক সমিতির সাবেক সভাপতি খান আমিরুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য রাজীউর রহমান রাজিব প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত ৮ এপ্রিল থেকে ফরিদপুর-১ আসন তথা আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালীতে করোনাভাইরাসে কর্মহীন দিনমজুর, কর্মজীবী ও হতদরিদ্র পরিবারের মধ্যে কাঞ্চন মুন্সী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আরিফুর রহমান দোলনের উদ্যোগে খাদ্যসামগ্রী পৌঁছে দেয়ার এই কর্মসূচি শুরু হয়েছে।
ইতোমধ্যে মাঠ জরিপ করে সুবিধাবঞ্চিতদের তালিকা করে আলফাডাঙ্গা, বোয়ালমারী, মধুখালী উপজেলার কর্মহীন, হতদরিদ্র তিন হাজার পরিবারের বাড়িতে গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছে এ সংস্থাটি। এছাড়াও আলফাডাঙ্গা উপজেলা প্রশাসনের ত্রাণ ভাণ্ডারেও আর্থিক সহযোগিতা দিয়েছে কাঞ্চন মুন্সী ফাউন্ডেশন।
কাঞ্চন মুন্সী ফাউন্ডেশন সারা বছরই মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করে ইতোমধ্যে আলফাডাঙ্গা, বোয়ালমারী, মধুখালীর প্রায় ১০ হাজার মানুষের চোখের চিকিৎসা, সহস্রাধিক মানুষের ছানি অপারেশন, সহস্রাধিক বেকার যুবক-যুবতীকে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণের মাধ্যমে কাজের উপযোগী করে তোলাসহ স্বাস্থ্য, শিক্ষা বঞ্চিতদের জন্য নিরবচ্ছিন্নভাবে কাজ করছে।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ