করোনা সংক্রমণ প্রতিরোধ ও সরকারি সহযোগিতার বিষয়ে বরগুনায় আজ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলার দায়িত্বপ্রাপ্ত সমন্বয়ক বিদ্যুৎ বিভাগের সচিব ড. সুলতান আহম্মেদের সাথে মাঠ পর্যায়ে দায়িত্বপালনকারী, জেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, পুলিশ, নৌবাহিনীসহ সরকারি জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে আজ জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
বেলা ১১টা থেকে ৩টা পর্যন্ত অনুষ্ঠিত সভায় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ। উপস্থিত ছিলেন সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, শওকত হাচানুর রহমান রিমন, পুলিশ সুপার মারুফ হোসেন, নৌ বাহিনীর কমান্ডার জুবায়ের হাসান, সিভিল সার্জন ডা. হুমাউন শাহিন খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির, বরগুনা পৌরসভার মেয়র শাহাদাত হোসেন প্রমুখ।
বিডি প্রতিদিন/আল আমীন