পাবনায় আত্মসমর্পণকারী চরমপন্থীদের মধ্যে প্রধানমন্ত্রীর দেওয়া আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে পাবনা জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইনস মিলনায়তনে এই অনুদান বিতরণ অনুষ্ঠান হয়। এই সময় আত্মসমর্পণকারী ৯৯ জন চরমপন্থীর মধ্যে প্রত্যেককে নগদ ৫০ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাবনার পুলিশ সুপার রফিকুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি এ্যাড. শামসুল হক টুকু এমপি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও সঞ্চালনা করেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স, পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির, জেলা প্রশাসক কবীর মাহমুদ, জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) রাজশাহী বিভাগীয় প্রধান (যুগ্ম পরিচালক) মোহাম্মদ জহির উদ্দিন।
বিডি প্রতিদিন/আল আমীন