বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও জিয়া স্মৃতি পরিষদ, শ্রীবরদীর উদ্যোগে পাঁচশত অসহায় দরিদ্র ও প্রতিবন্ধী পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী ও মাস্ক বিতরণ করা হয়েছে। বুধবার পৌরসভার উত্তর বাজার মন্দিরে সনাতন ধর্মাবলম্বী ও পোড়াগড় মহল্লায় এসব বিতরণ করা হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, শেরপুর জেলা সভাপতি ও সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল প্রধান অতিথি হিসাবে এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন।
খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, আটা, তেল, ডাল, আলু। এছাড়াও তালিকার বাইরে উপস্থিত শতাধিক নারী পুরুষকে নগদ অর্থ প্রদান করেন। এসময় শ্রীবরদী উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রহিম দুলাল, সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু রায়হান রুপন, সহ সাংগঠনিক সম্পাদক মাহফুজুল হক মোল্লা, ফজলুল হক চৌধুরী অকুল, অ্যাডভোকেট আবু রায়হান আল বেরুনীসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল