করোনা ও রোজাকে ঘিরে আওয়ামী লীগের সংরক্ষিত আসনের সাবেক এমপি এডভোকেট ফাতেমাতুজ্জহুরা শ্যামলী ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছেন। প্রতিদিন বিকেলে দু’টি পিকআপ ভ্যানের মাধ্যমে শহর ও সদর উপজেলার প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন পাড়া-মহল্লায় ইফতারি পৌঁছে দিচ্ছেন তার প্রতিষ্ঠিত আদরজান ফাউন্ডেশনের লোকজন।
বুধবার রমজানের পঞ্চম দিন বিকেলে শহরের বেশ কিছু এলাকাসহ সদর উপজেলার ঘুঘুরাকান্দি ও চরখারচর এলাকায় হতদরিদ্রদের মাঝে ওই ইফতারি বিতরণ করা হয়।
ইফতারী বিতরণে অংশ নেন আদরজান ফাউন্ডেশনের কর্মকর্তা মো. উমর ফারুক, জেলা কৃষক লীগ নেতা মাহবুবুর রহমান লিটন, যুব মহিলা লীগ নেত্রী মাহবুবা রহমান শিমু প্রমুখ।
এছাড়া গত ৪ দিনে শহর এলাকাসহ বাজিতখিলা, লছমনপুর ও চরমুচারিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় একইভাবে বিতরণ করা হয়েছে ইফতারি। আওয়ামী যুব মহিলা লীগ নেত্রী ও আদরজান ফাউন্ডেশনের চেয়ারম্যান ফাতেমাতুজ্জহুরা শ্যামলী বলেছেন, করোনা ও রোজাকে ঘিরে ফাউন্ডেশনের পক্ষ থেকে ৩০ রোজায় প্রতিদিন ৫শ জনের ইফতার বাড়িতে বাড়িতে পৌছে দেওয়া হবে। এভাবে ৩০ দিন রোজায় মোট ১৫ হাজার জনকে ইফতার দেওয়া হবে।
উল্লেখ্য, গত শনিবার রমজানের প্রথম দিনে অ্যাডভোকেট ফাতেমাতুজ্জহুরা শ্যামলী নিজ হাতে শহরের ঢাকলহাটি এলাকা থেকে ওই ব্যতিক্রমী কার্যক্রমের উদ্বোধন করেন।
বিডি প্রতিদিন/হিমেল