ময়মনসিংহের হালুয়াঘাটে মাছ ব্যবসায়ী কুতুব উদ্দিন (৩২) হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গিয়াস উদ্দিন ওরফে মিরাজ আলীকে (৪৮) আটক করেছে র্যাব-১৪।
মঙ্গলবার রাতে র্যাব-১৪ এর অধিনায়ক লে. কর্নেল মো. ইফতেখার উদ্দিনের নেতৃত্বে র্যাবের এএসপি মো. তফিকুল আলম ও অপারেশন অফিসার জুনায়েদ আফ্রাদসহ একটি টিম অভিযান চালিয়ে গাজীপুর জেলার পুবাইল শুটিংস্পষ্ট এলাকা থেকে মিরাজকে আটক করে। আটককৃত মিরাজ আলী উপজেলার বিলডোরা ইউনিয়নের আতুয়াজঙ্গল গ্রামের মৃত হযরত আলীর পুত্র।
আটকের পর বুধবার দুপুরে তার দেওয়া তথ্যমতে বাড়ির পাশে একটি পুকুর থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত কাপড় দিয়ে মোড়ানো একটি দা ও আগুনে পোড়ানো নিহতের ব্যবহৃত মোবাইলের অংশবিশেষ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-১৪ এর অধিনায়ক লে. কর্নেল ইফতেখার উদ্দিন প্র্রেস ব্রিফিংয়ে জানান, আটকৃত মিরাজ আলীর সাথে নিহত কুতুব উদ্দিন টাকা লেনদেন করে আসছিল।
এক পর্যায়ে আরো টাকার জন্য তাগিদ দেয় মিরাজ আলী। টাকা দিতে অস্বীকৃতি জানালে গোপন আলাপ রয়েছে বলে গত ২৩ এপ্রিল রাতে ঘর থেকে ডেকে নিয়ে কুতুব উদ্দিনকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে মিরাজ আলী। ঘটনার পর গা ঢাকা দেয় পরে তথ্য প্রযুক্তির মাধ্যমে অবস্থান নিশ্চিত করে তাকে আটক করা হয়। এ ঘটনায় আটক মিরাজ আলীর ২য় স্ত্রী ও স্থানীয়ভাবে আফজাল হোসেন নামে একজনকে আটক করা হয়েছে।
বিডি প্রতিদিন/আল আমীন