সাবেক বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এমপির প্রচেষ্টায় জামালপুর যাচ্ছে করোনাভাইরাস পরীক্ষার মেশিন।
চট্টগ্রাম থেকে একটি প্রতিষ্ঠান থেকে মেশিনটি এরই মধ্যে মেশিনটি গ্রহণ তা জামালপুরের উদ্দেশে পাঠিয়ে দিয়েছেন সিএমপির কমিশনার মাহবুবর রহমান রিপন।
বুধবার সকালে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি এবং তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি’র পক্ষ থেকে মেশিনটি গ্রহণ করেন জামালপুরের কৃতি সন্তান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার মাহবুবুর রহমান।
আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে এই মেশিন দিয়ে জামালপুরে করোনাভাইরাস পরীক্ষার কার্যক্রম শুরু হবে।
করোনাপরীক্ষার যন্ত্র পলিমারেজ চেইন রিঅ্যাকশন (পিসিআর ) মেশিন বুধবার রাতের মধ্যেই জামালপুরে পৌঁছার কথা। জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজে কর্তৃপক্ষ এটি গ্রহণ করবেন।
আগামী দুই/তিন দিনের মধ্যে শেখ হাসিনা মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগে এই মেশিনটির সংযোজন ও স্থাপন কাজ শুরু হবে।
তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, করোনাভাইরাসের নমুনা সংগ্রহ করে এখানেই পরীক্ষা করা হবে। প্রতিদিনের ফলাফল জামালপুরের পাশাপাশি ঢাকা পাঠানো হবে। সেখান থেকেই কেন্দ্রীয়ভাবে ফলাফল জানানো হবে।
তিনি আরও বলেন, পরীক্ষার কাজটি শুরু হলে বৃহত্তর জামালপুর জেলার ২৬ লাখ মানুষসহ আশেপাশের জেলার প্রায় দেড় কোটি মানুষ উপকৃত হবেন। বিশেষ করে শেরপুর, কুড়িগ্রাম, রাজিবপুর এবং সিরাজগঞ্জ জামালপুরের কাছাকাছি হওয়ায় শেখ হাসিনা মেডিকেল কলেজে যাতায়াত সহজ হবে।
এ বিষয়ে জামালপুরের ডেপুটি সিভিল সার্জন ডা. শফিকুজ্জামান বলেন, আজ (বুধবার) রাতে পিসিআর মেশিন আসলে কাল (বৃহস্পতিবার) থেকে স্থাপনের কাজ শুরু হবে। এর ফলে এখন থেকে রক্তের নমুনা পরীক্ষার জন্য আর ময়মনসিংহে যেতে হবে না।
বিডি প্রতিদিন/কালাম