ধামরাইয়ে ত্রাণ নিয়ে উপজেলা চেয়ারম্যান মোহাদ্দেস হোসেন বিভিন্ন গ্রামে ছুটছেন। এসময় তিনি দুস্থ অসহায় কর্মহীনদের হাতে তুলে নিচ্ছেন এসব ত্রাণ।
উপজেলা চেয়ারম্যান মোহাদ্দেস হোসেন বাংলাদেশ প্রতিদিনকে জানান, সরকার ও নিজ অর্থে কয়েক হাজার প্যাকেট ত্রান আমি কর্মহীন ও দুস্থদের মাঝে বিতরণ করছি। যা দেশ স্বাভাবিক না হওয়া পর্যন্ত চলমান থাকবে।
তিনি আরও বলেন, ভোট দিয়ে তারা আমাকে নির্বাচিত করেছেন দুঃসময়ে তাদের পাশে দাঁড়ানো আমার দায়িত্ব বলে মনে করি আমি। দেশে চলমান করোনা মোকাবেলায় সবসময় অসহায়দের পাশে থাকবেন বলে জানান তিনি।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ