ইলিশের পোনা জাটকা রক্ষায় মার্চ-এপ্রিল দু’মাসের নিষেধাজ্ঞা শেষে আজ বৃহস্পতিবার দিনগত রাত ১২টার পর থেকে ইলিশসহ সকল ধরনের মাছ আহরণে নামবে জেলেরা।
ইতিপূর্বে ১মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত চাঁদপুরের মতলবের ষাটনল থেকে হাইমচরের চরভৈরবী পর্যন্ত ৬০ কিলোমিটার মেঘনা নদী এলাকায় ইলিশসহ সকল ধরনের মাছ আহরণ, মওজুদ, ক্রয়-বিক্রয় ও পরিবহন নিষিদ্ধ করে সরকার।
দু’মাস অভয়াশ্রম চলাকালে জেলার ৫১ হাজার ১শ’ ৯০জন নিবন্ধিত জেলেকে ফেব্রুয়ারি থেকে ৪ মাস ৪০ কেজি করে চাল খাদ্য সহায়তা হিসেবে প্রদান করা হচ্ছে।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সুদীপ ভট্টাচার্য বলেন, করোনার মাঝেও গত দু’মাসে জেলা টাষ্কফোর্স জাটকা ইলিশ রক্ষায় ৮৬টি মোবাইল কোর্ট পরিচালনা করে এবং ৭৫ জন জেলেকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে। প্রায় ২৯৪.৩৩ লক্ষ মিটার কারেন্ট জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে। অভিযান চালিয়ে ১৬.০৮ মেট্রিক টন জাটকা আটক করে গরিব-দুঃস্থ ও অসহায়দের মাঝে বিতরণ করা হয়েছে।
বিগত দু’মাস অলস সময় কাটানোর পর রূপালী ইলিশ আহরণের বুকভরা আসা নিয়ে পদ্মা-মেঘনা নদীতে নামবে পেশাগত জেলেরা। গত কয়েক সপ্তাহ জেলেরা জাল-নৌকা প্রস্তুত করার কাজে ব্যস্ত ছিল।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন