বরগুনা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি কেএম আঃ রশিদের নেতৃত্বে বরগুনা শহরের যানবাহন, হাসপাতালসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি অফিসে জীবানুনাশক ওষুধ স্প্রে কার্যক্রম শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার থেকে এ কার্যক্রম শুরু হয়।
স্বেচ্ছাসেবক লীগ সভাপতি বলেন, আমাদের এ কার্যক্রম যতদিন পর্যন্ত করোনা পরিস্থিতি স্বাভাবিক না হবে ততোদিন পর্যন্ত চলবে। সকাল থেকে প্রতিদিন বিকাল ৩টা পর্যন্ত স্বেচ্ছাসেবক লীগের কর্মীরা এই কাজ করবে।
তিনি আরও জানান, আজ সকাল ৯ টা থেকে শহরের বাসস্টান্ড, টাউন সড়ক, মাছ ও কাঁচা বাজার, হাসপাতাল, সিভিল সার্জন অফিস, জেলা প্রশাসক, পুলিশ সুপারের অফিস, শিশু পরিবার, সার্কিট হাউস, সদর রোড, পৌর মার্কেটসহ বিভিন্ন স্থানে জীবানুনাশক ওষুধ স্প্রে করা হয়।
এসময় আর যারা অংশ গ্রহণ করেন তারা হলেন স্বেচ্ছাসেবক লীগ সহ- সভাপতি এমএ মান্নান, যুগ্ম সম্পাদক আ্যাডঃ শফিকুল ইসলাম মজিদ, মাঈনুল রহমান লিটন, মাঈনুল ইসলাম, জসিম উদ্দিন, ইকবাল হোসেন প্রমূখ।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ