মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে ঢাকামুখী মানুষের চাপ বেড়েছে। পাটুরিয়া-দৌলতদিয়া এই নৌরুট দিয়ে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার কর্মমুখী মানুষ রাজধানীর দিকে ফিরছে। করোনাভাইরাসের সংক্রমণের ঝুঁকি নিয়ে এসব লোকজন নদী পার হয়ে পাটুরিয়া এসে বিভিন্নভাবে ঢাকার দিকে ছুটছে। গণপরিবহন বন্ধ থাকায় রিক্সা, ভ্যান, ট্রাক, মোটরসাইকেল এমনকি পায়ে হেঁটেই কর্মস্থলের দিকে ছুটছে।
সকাল থেকে এসব লোকজনের ভিড় দেখা যাচ্ছে। গণপরিবহ বন্ধ থাকায় অতিরিক্ত ভাড়া দিয়ে তারা বিভিন্ন বাহনে রওয়ানা হচ্ছেন রাজধানীর দিকে। এর ফলে রাস্তায় দুর্ভোগের শিকার হচ্ছেন এ সকল কর্মমুখী মানুষ। গতকাল মানুষের ঢল আরো বেশি ছিল।
বিআইডব্লিউটিসির আরিচা কার্যলয়ের ভারপ্রাপ্ত ডিজিএম মো. জিল্লুর রহমান জানান, এ্যাম্বুলেন্স, জরুার পণ্যবাহী ট্রাক পারাপারের জন্য ৫টি ফেরি চালু রাখা হয়েছে। তবে এ ঘাটে ১৫টি ফেরিই সচল রয়েছে। ঘাট দিয়ে দুই দিন যাবৎ প্রচুর যাত্রী পার হচ্ছে। তবে গতকালের চেয়ে আজ যাত্রীর চাপ একটু কম মনে হচ্ছে।
বিডি প্রতিদিন/আল আমীন