নড়াইলে বোরো ধান কাটার সময় বজ্রপাতে ইয়াসিন শিকদার (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার ডুমুরতলা বিলে এ ঘটনা ঘটে। ইয়াসিন ডুমুরতলা গ্রামের লুৎফর সিকদারের ছেলে।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে ডুমুরতলা বিলে বোরো ধান কাটতে যান ইয়াসিন। এ সময় বজ্রপাতে তিনি গুরুতর অসুস্থ হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/আল আমীন