নীলফামারীর জলঢাকায় সড়ক দুর্ঘটনায় মাইদুল ইসলাম বাবু (২৬) নামে এক যুবক নিহত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পেট্রোলপাম্প এলাকায় পণ্যবাহী ভ্যানের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এই ঘটনা ঘটে।
নিহত বাবু লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার বারোঘড়িয়া এলাকার খলিলুর রহমানের ছেলে।
স্থানীয় ও পুলিশ সুত্র জানায়, পণ্য নিয়ে কিশোরগঞ্জ যাওয়ার পথে ঘটনাস্থলে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সাথে সংঘর্ষ হয় ভ্যানটির। এ সময় ভ্যানে থাকা বাবু নিহত হন।
বিষয়টি নিশ্চিত করে জলঢাকা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজার রহমান বলেন, এ দুর্ঘটনায় জড়িত মোটর সাইকেলটি উদ্ধার করে থানায় রাখা হয়েছে।
বিডি প্রতিদিন/আল আমীন