বরিশালের মুলাদী উপজেলার শফিপুর ইউনিয়নের উত্তর বালিয়াতলী গ্রামের আমানতগঞ্জ বাজার এলাকায় প্রবাস ফেরত এক যুবককে গলাকেটে হত্যা করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। গত বুধবার রাতের যে কোন সময় এই হত্যাকান্ড সংঘটিত হয়। থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তার লাশ উদ্ধার করলেও কাউকে আটক করতে পারেনি। তবে তদন্ত করে এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন বরিশালের পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম।
পুলিশ জানায়, গতকাল বুধবার রাত ১১টার দিকে রাতের খাবার খেয়ে ঘরের বারান্দায় ঘুমাতে যায় ইমরান। এ সময় তার মুঠোফোনে একটি কল আসে। তিনি মুফোফোনে কথা বলতে বলতে ঘরের বাড়ির বাইরে চলে যায়। এরপর থেকে তার আর কোন খোঁজ পাওয়া যায়নি। সকালে স্থানীয় লোকজন উত্তর বালিয়াতলী গ্রামের আমানতগঞ্জ বাজার সংলগ্ন মাঠে ইমরান হোসেনের গলাকাটা লাশ দেখতে পেয়ে পুলিশে জানায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল শেষে তার গলাকাটা লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরিশাল মর্গে প্রেরণ করে।
নিহত যুবক ইমরান ওই এলাকার অবসরপ্রাপ্ত দফাদার আলাতফ হোসেনের ছেলে। কাতারে প্রবাস জীবন কাটিয়ে দেড় বছর আগে দেশে ফিরে আসে সে।
এদিকে কে বা কারা এবং কেন ইমরানকে হত্য করেছে তাৎক্ষণিকভাবে তার সুনির্দিষ্ট কোন তথ্য দিতে পারেনি পুলিশ। তবে এ ঘটনা তদন্ত করে অভিযুক্তদের শনাক্ত করাসহ আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন বরিশালের পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম।
বিডি প্রতিদিন/আল আমীন