ভাঙ্গায় করোনার প্রাদুর্ভাবজনিত কারণে উপজেলার তিন শত দুস্থ আনসার-ভিডিপি সদস্যদের মাঝে বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ভাঙ্গা সরকারি কে এম কলেজ মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে সারিবদ্বভাবে দাঁড়িয়ে আনসার ও ভিডিপির দুস্থ নারী-পুরুষ সদস্যরা ত্রাণসামগ্রী গ্রহণ করেন।
ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, আলু ও তেল। ত্রাণসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা কমান্ডডেন্ট মো. সেলিমুজ্জামান, জেলা সদর কর্মকর্তা সাইদুর রহমান, উপজেলা ভারপ্রাপ্ত আনসার কর্মকর্তা ফজিলাতুন্নেছা প্রমুখ।
বিডি প্রতিদিন/আল আমীন