জামালপুরে তিন মাসের বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে জিল বাংলা সুগার মিলের শ্রমিক কর্মচারিরা।
বৃহস্পতিবার সকালে দেওয়ানগঞ্জে মিল গেইটে জিল বাংলা সুগার মিল শ্রমিক কর্মচারি ইউনিয়ন এই কর্মসূচির আয়োজন করে। দুই ঘন্টাব্যাপী এই মানববন্ধন ও অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি লিচু মিয়া, সাধারণ সম্পাদক রায়হান হক, সাংগঠনিক সম্পাদক রাশেদ প্রমুখ।
এ সময় বক্তারা তিন মাসের বকেয়া বেতন ভাতা পরিশোধের দাবি জানান এবং শ্রমিক কর্মচারিরা মিল গেইটে অবস্থান নেন। পরে সুগার মিল কর্তৃপক্ষ এক মাসের বেতন পরিশোধের আশ্বাস দিলে কর্মসূচি সাময়িক স্থগিত করা হয়।
বিডি প্রতিদিন/আল আমীন