করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় ফরিদপুরে আত্মসমর্পণকারী চরমপন্থীদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে জেলা পরিষদ হলরুমে ২৩ জন আত্মসমর্পণকারী চরমপন্থীর প্রত্যেকের মাঝে ৫০ হাজার টাকার এই আর্থিক অনুদানের চেক প্রদান করেন ফরিদপুর সদর আসনের এমপি, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।
ফরিদপুর পুলিশ প্রশাসনের উদ্যোগে ও পুলিশ সুপার মো. আলিমুজ্জামানের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক অতুল সরকার, এনএসআইয়ের যুগ্ম পরিচালক মো. সফিকুজ্জামান, জেলা পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেন মৃধা, সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা, সদর উপজেলা নির্বাহী অফিসার মাসুম রেজা।
বিডি প্রতিদিন/আল আমীন