খাদ্য অধিদফতরের ওএমএস সুবিধাভোগী ১২০০ কার্ড কার্ড বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে স্থানীয় শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে সুবিধাভোগীদের মাঝে এসব কার্ড বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অ্যাড. মিনহাদুজ্জামান লীটন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুর আলম, পৌর মেয়র জাহাঙ্গীর আলম নান্নু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউল করিম শ্যাম্পু, উপজেলা খাদ্য কর্মকর্তা আব্দুল মজিদ, ভারপ্রাপ্ত কর্মকর্তা সোনাতলা (ওসি এলএসডি) আজিজুল ইসলাম, ভারপ্রাপ্ত কর্মকর্তা হরিখালী ফেরদৌস বারী সরকার, কমিশনার তাহেরুল ইসলাম তাহের, রবিউল ইসলাম খান, নিপুন আনোয়ার কাজল, জহুরুল ইসলাম শেফা, পৌর আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান রানা প্রমুখ।
করোনাভাইরাস পরিস্থিতিতে দরিদ্র ও সুবিধাভোগীদের মাঝে ১০ টাকা দরে চাল প্রাপ্তদের মাঝে কার্ড বিতরণ করা হয়।
এদিকে, বগুড়ার সোনাতলা উপজেলার তেকানীচুকাইনগর ইউনিয়নের ২টি স্থানে কর্মহীনদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। সোনাতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. মিনহাদুজ্জামান লীটনের ব্যক্তিগত অর্থায়নে কর্মহীন মানুষের মাঝে রোজা ও করোনাভাইরাস পরিস্থিতিতে কর্মহীন হওয়া মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/আরাফাত