করোনাভাইরাস পরিস্থিতিতে লকডাউনে ময়মনসিংহের হালুয়াঘাটে কর্মহীন ও দুস্থ মানুষের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
বৃহস্পতিবার সকালে সামাজিক দূরুত্ব বজায় রেখে সৈয়দ সুরাত উদ্দিন রাইস মিল প্রাঙ্গণে ধারা ইউনিয়নের তিনটি ওয়ার্ডের প্রায় তিন শতাধিক পরিবার এবং বিকেলে রিকশা-ভ্যানচালক, দিনমজুরদের মধ্যে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেন তিনি।
এছাড়াও উপজেলার ১২ টি ইউনিয়নে এমরান সালেহ প্রিন্সের পক্ষ থেকে দলীয় নেতাকর্মীদের মাধ্যমে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে।
খাদ্য সহায়তা বিতরণকালে সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, মহামারী করোনাভাইরাস পরিস্থিতির কারণে লকডাউনে মানুষ কর্মহীন হয়ে অর্ধাহারে-অনাহারে অত্যন্ত শোচনীয় ও মানবেতর অবস্থায় রয়েছে। অন্যদিকে লকডাউনে লক না থাকায় দেশে করোনায় আক্রান্ত ও নিহতের সংখ্যা দিন দিন বাড়ছে। অতি দ্রুত উপজেলা পর্যায়ে বিনামূল্যে করোনা পরীক্ষা, আইসোলেশনসহ সুচিকিৎসা নিশ্চিত এবং সেনাবাহিনীর তত্ত্বাবধানে কর্মহীন, দুস্থ পরিবারের নির্ভুল ও সঠিক তালিকা করে পরিবার প্রতি মাসিক ৫ হাজার টাকা অনুদান ও পর্যাপ্ত খাদ্য সহায়তা প্রদান, ধানের ন্যায্য দাম নির্ধারণ করে সরাসরি কৃষকের কাছ থেকে ধান ক্রয় করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
এ সময় স্থানীয় বিএনপি নেতা আনোয়ার হোসোন, বদরুল খান, আলী আজম খান দিপু, সৈয়দ গুলজার আহমেদ নঈম, আবদুল্লাহ আল মামুন, মোতালেব হোসেন, ছাত্রদল নেতা মির্জা ফয়সাল আহমেদ রনি, নাইমুর আরেফীন পাপন,আনিসুর রহমান, আল মামুন, শাহীন আহমেদসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন