কুমিল্লার বরুড়া উপজেলায় করোনা সংকটে ধান কাটার শ্রমিক সংকটের কারণে ছাত্রলীগের নেতাকর্মীরা কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিচ্ছেন। বৃহস্পতিবার বরুড়া শহীদ স্মৃতি সরকারি কলেজ শাখা ছাত্রলীগের দু’টি টিম পৃথকভাবে কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দেয়। এভাবে করোনা সংকটের এই মুহূর্তে প্রায় প্রতিদিনই তারা কৃষকের ধান কেটে দিচ্ছেন।
বৃহস্পতিবার বরুড়া শহীদ স্মৃতি সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি রাকিব হাসান রকি ও সাধারণ সম্পাদক বাইজিদ বোস্তামীর নেতৃত্বে বরুড়া পৌরসভার ৫ নং ওয়ার্ডের চৌমুনী গ্রামের কৃষক হোসেন আলীর ১২ গণ্ডা জমির ধান কেটে বাড়ি পৌঁছে দেয়া হয়।
এসময় ধান কাটায় অংশগ্রহণ করেন বরুড়া শহীদ স্মৃতি সরকারি কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মাহমুদুল হাসান ভূঁইয়া, কলেজ ছাত্রলীগর নেতা জয় আরেফিন, মহিন, আরিফ, মাহামুদ, জোবায়ের, এ আর মামুন, মেহেদি হাসান শুভ, ফয়সাল, মনির, সবুজ, জাফর, জাহিদ, মাইনউদ্দিন, সজিব, শাহারিয়া, ফাহিম, জহির, রনি, নাইম, আলামিন, সৌরভ, শাহিন ও মোশারাফ।
ছাত্রলীগ নেতারা জানিয়েছেন, তারা প্রতিদিন এই ধান কাটা কর্মসূচি চালাচ্ছেন। একেক দিন একেক গ্রামের কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিচ্ছেন। পুরো মৌসুমে এ কর্মসূচি চলবে।
বিডি-প্রতিদিন/শফিক