করোনা মোকাবিলায় কুড়িগ্রাম সদর উপজেলার দুর্গম চরের অর্ধশতাধিক মানুষদের খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। চরের হতদরিদ্র নিম্ন আয়ের মানুষ যারা নদী পার হয়ে অন্যত্র গিয়ে কাজ করতেন তাদের জিন্য করোনা পরিস্থিতিতে স্থানীয় ব্যক্তিদের খাদ্য সহায়তায় খোলা হয়েছে ফুড ব্যাংক।
বেসরকারি উন্নয়ণ সংস্থা ফ্রেন্ডশীপের উদ্যোগে এলাকার স্থানীয় ব্যক্তিদের তাদের নিজ নিজ উৎপাদিত খাদ্য দিয়ে ফুড ব্যাংক তৈরি করা হয়। আজ শুক্রবার সকালে এ ফুড ব্যাংকের জমানো খাদ্য থেকে সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের দেবাড়ির খোলার চর এলাকায় নিম্ন আয়ের অর্ধশতাধিক মানুষকে ত্রাণ হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ