মে দিবসেও থেমে নেই গোপালগঞ্জ জেলা কৃষক লীগ নেতা-কর্মীরা। শ্রমিক না থাকলেও সমস্যা নেই , কারণ বিনা পারিশ্রমিকে কৃষকের ধান কেটে দিবে কৃষকলীগ। তাই গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুর চরপাড়া এলাকায় এক কৃষকের ক্ষেতের ধান কেটে দিলেন গোপালগঞ্জ জেলা কৃষকলীগ।
আজ শুক্রবার সকালে জেলা কৃষকলীগের সভাপতি শেখ লুৎফর রহমান গঞ্জরের নেতৃত্বে একটি টিম বিলে গিয়ে বিনা পারিশ্রমিকে শেখ হেমায়েত নামে এক দরিদ্র কৃষকের ক্ষেতের ধান কেটে দেন।
এসময় কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শরীফ আশরাফ আলী, জেলা কৃষক লীগ সাধারন সম্পাদক আব্দুর রহমান, সদর উপজেলা কৃষক লীগ সভাপতি শেখ আবু দাউদসহ অন্যাম্য কৃষকলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কৃষক শেখ হেমায়েত বলেন, কয়েকদিন আগেই আমার ক্ষেতের পাকা ধান কাটার উপযুক্ত হয়েছে। করোনাভাইরাসের কারণে শ্রমিক পাচ্ছিলাম না। বিষয়টি জানার পর জেলা কৃষকলীগের নেতারা আমার ক্ষেতের ধান কেটে দিয়েছে।
জেলা কৃষকলীগের নেতৃবৃন্দ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা কৃষক লীগের পক্ষ থেকে এলাকার দরিদ্র কৃষকের ধান কেটে দিচ্ছি। এ জন্য আমরা জেলার প্রত্যেকটি ইউনিয়নে কমিটি গঠন করেছি। যারা শ্রমিকের অভাবে ধান কাটতে পারবেনা তাদের ধান বিনা পারিশ্রমিকে এই কমিটির লোকজন কেটে দেবে।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ