২৫ মে, ২০২০ ২০:১৪

ঈদের দিনেও চট্টগ্রামে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

নিজস্ব প্রতিবেদক

ঈদের দিনেও চট্টগ্রামে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

চট্টগ্রামের জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলামের নেতৃত্বে সিএমপি সদস্যদের নিয়ে চট্টগ্রাম মহানগরীর অভয়মিত্র ঘাট এবং কর্ণফুলী শাহ আমানত ব্রিজ এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। আজ বিকালে অভিযানে কর্ণফুলী শাহ আমানত সেতুর উপর স্ট্যান্টবাজি করে বেপরোয়াভাবে মোটরবাইক চালানোর সময় ৫ চালককে আরোহীসহ গ্রেফতার করা হয়।

বেপরোয়াভাবে বাইক চালনার সময় হেলমেটও ছিলো অনেকের। সকলের চাবি জব্দ এবং সামর্থ্য অনুযায়ী জরিমানা করা হয়েছে। একজন প্রাপ্ত বয়স্ককে ১ হাজার টাকা জরিমানা করা হয়। 

অভয়মিত্র ঘাটে প্রাইভেট কার, মোটরসাইকেলের বহর তৈরি করে আড্ডা দেওয়ার সময় তরুণ-তরুণীদের ঘরে ফিরিয়ে দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.  তৌহিদুল ইসলাম।  এ সময় গাড়ির মালিকানা দাবিকারীকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। 

বিডি প্রতিদিন/আল আমীন

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর