৩০ মে, ২০২০ ১৮:৫৩

সংক্রমণ ঝুঁকি নিয়েই বিভিন্ন পন্থায় রাজধানী ফিরছে মানুষ

টাঙ্গাইল প্রতিনিধি

সংক্রমণ ঝুঁকি নিয়েই বিভিন্ন পন্থায় রাজধানী ফিরছে মানুষ

ঈদ উৎযাপন শেষে আবারও কর্মস্থল ঢাকায় ফিরছে মানুষ। গণপরিবহণ না থাকায় বাড়তি ভাড়া দিয়েই কর্মস্থলে যাচ্ছে মানুষ। এতে করে একদিকে যেমন বাড়তি ভাড়া দিতে হচ্ছে, অপরদিকে স্বাস্থ্য ঝুঁকি নিয়েই সামাজিক দুরত্ব না মেনে ভাড়ায় চালিত মাইক্রোবাস প্রাইভেটকার সিএনজি নিয়ে গাদাগাদি করে যেতে হচ্ছে যাত্রীদের।

আগামিকাল রবিবার অফিস খোলার কারনে আজ শনিবার সকাল থেকেই ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের অতিরিক্ত চাপ দেখা যাচ্ছে। গণপরিবহন না থাকলেও বিপুল পরিমান মাইক্রোবাস প্রাইভেটকার, সিএনজি চালিত অটোরিক্সা ও মোটরসাইকেল চলাচল করছে। 

অনেক জায়গাতে যাত্রীদেরকে যানবাহনের জন্য অপেক্ষা করতে দেখা গেছে। আর এই সুযেগে মাইক্রোবাস গুলোতে আসন সংখ্যার বেশী যাত্রী পরিবহন করছে চালকেরা। এতে করে সংক্রমণের ঝুঁকি বেড়ে যাচ্ছে। উত্তর বঙ্গের ১৭টিসহ মহাসড়কদিয়ে ২৩টি জেলার যানবাহন চলাচল করছে। 

গণপরিবহন বন্ধ থাকায় ঢাকায় কর্মস্থলে ফেরা মানুষরা কিছুটা ভোগান্তিতে পরেছে। অন্যদিকে অতিরিক্ত টাকা খরচ করে কর্মস্থলে ফিরতে হচ্ছে তাদের। এমনটাই বলছে ঢাকামুখী যাত্রীরা।


বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর