৩০ মে, ২০২০ ১৯:০০

করোনার উপসর্গ নিয়ে চবি কর্মচারীর মৃত্যু

চবি প্রতিনিধিঃ

করোনার উপসর্গ নিয়ে চবি কর্মচারীর মৃত্যু

করোনার উপসর্গ নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক কর্মচারীর মৃত্যু হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তরের উর্ধ্বতন সহকারী হিসেবে কর্মরত ছিলেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন পুলিশের সহায়তায় তার বাসাটি লকডাউন করে দেয়।

আজ শনিবার দুপুরে শারীরিক অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানেই তিনি চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরণ করেন বলে  জানান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এস এম মনিরুল হাসান। 

তিনি বলেন, করোনায় মৃত্যু কিনা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে যথাযথ নিয়ম মেনে তার লাশ গ্রামের বাড়ি ফেনীতে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। 

জানা যায়, গত কয়েকদিন যাবৎ জ্বরে ভুগছিলেন সেই কর্মচারী। দীর্ঘদিন ধরে হৃদরোগ ও ডায়বেটিসেও আক্রান্ত ছিলেন তিনি। ওই কর্মচারীর বাসা বিশ্ববিদ্যালয়ের ২ নং গেইট সংলগ্ন  সমিতির ক্লাবের পাশে।


বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর