৬ জুন, ২০২০ ০৯:৪৪

শরীয়তপুরে আরও ৫ জনের করোনায় শনাক্ত

শরীয়তপুর প্রতিনিধি:

শরীয়তপুরে আরও ৫ জনের করোনায় শনাক্ত

দিন দিন শরীয়তপুরে বাড়ছে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা। ২৪ ঘণ্টায় শরীয়তপুরে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ৫ জন। এদিকে, করোনা উপসর্গ নিয়ে মৃত্যু ব্যক্তির পজিটিভ আসায় জেলায় মোট করোনায় মারা গেছে ৪ জন। 

গত ৩ জুন জাজিরা উপজেলার মুলনা এলাকায় ৬০ বছরের এক বৃদ্ধ করোনা উপসর্গ নিয়ে মারা গেলে তার নমুনা সংগ্রহ করে ঢাকা প্রেরণ করা হয়।  শুক্রবার তার রিপোর্ট পজিটিভ আসে। এর ফলে শরীয়তপুরে করোনা আক্রান্ত হয়ে আরও ১ জন মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়ে চারজনে দাঁড়ায়। জেলায় নতুন আক্রান্ত ৫ জন। জেলায় মোট আক্রান্ত ১৬০ জন। বিষয়টি নিশ্চিত করেছেন এক‌টি প্রেস বিজ্ঞ‌প্তি প্রকাশ ক‌রে শরীয়তপুর সিভিল সার্জন অফিসের রোগ নিয়ন্ত্রণ মেডিকেল অফিসার ডা. আব্দুল রশিদ। 

তিনি বলেন এ পর্যন্ত শরীয়তপুর জেলায় ৩ হাজার ১শ ৮২জনের  নমুনা সংগৃহীত হয়েছে এবং ২ হাজার ৯শ ১৩ জনের নমুনা পরীক্ষার ফলাফল এসেছে। এর মধ্যে বর্তমানে শরীয়তপুর জেলায় করোনা রোগে আক্রান্ত রোগীর সংখ্যা ১৬০ জনে দাঁড়িয়েছে। এ পর্যন্ত মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন নতুন ৯ জনসহ ৭৬ মোট জন। প্রাতিষ্ঠানিক আইসোলেশনে সদর হাসপাতালে রয়েছে ১ জন।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর