৬ জুন, ২০২০ ১৬:২২

শ্রীমঙ্গলে চা শ্রমিকদের হাতে প্রধানমন্ত্রীর উপহার চেক হস্তান্তর

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিাধ:

শ্রীমঙ্গলে চা শ্রমিকদের হাতে প্রধানমন্ত্রীর উপহার চেক হস্তান্তর

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে  চা বাগানের শ্রমিকদের  প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার এককালীন আর্থিক অনুদান দেয়া হয়েছে। আজ শনিবার দুপুরে কালিঘাট ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক ৯টি চা বাগানের ১৫শ ৩জন চা শ্রমিককে ৫ হাজার টাকা করে মোট ৭৫ লক্ষ ১৫ হাজার টাকার চেক বিতরন করা হয়েছে। 

অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি চা শ্রমিকদের হাতে এই চেক তুলে দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলামের সভাপতিত্বে চেক বিতরন অনুষ্ঠানে আরও  উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান রণধীর কুমার দেব, শ্রীমঙ্গল থানার ওসি (তদন্ত) সোহেল রানা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুয়েব হোসেন চৌধুরী, কালিঘাট ইউনিয়ন চেয়ারম্যান প্রাণেশ গোয়ালা প্রমূখ।  

উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম জানান, প্রত্যক চা শ্রমিককদের পাঁচ হাজার টাকার একাউন্ট পে চেক দেয়া হচ্ছে। তারা সোনালী ব্যাংকে ১০ টাকা দিয়ে একাউন্ট খুলে ওই চেক জমা করে টাকা উত্তোলন করে নেবে। পর্যায়ক্রমে উপজেলার সবকয়টি চা বাগানের শ্রমিকদের মধ্য থেকে ৭ হাজার ৪শত ৮৫ জনকে ৩কোটি ৭৪ লক্ষ ২৫ হাজার টাকা আর্থিক সহায়তা দেয়া হবে।

 

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর