৬ জুন, ২০২০ ১৬:৪৪

বগুড়ায় করোনা উপসর্গ নিয়ে ওষুধ ব্যবসায়ীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ায় করোনা উপসর্গ নিয়ে ওষুধ ব্যবসায়ীর মৃত্যু

বগুড়ায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে গোলাম রব্বানী নামের (৬০) এক ওষুধ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। মৃত্যুর পর তার মরদেহ স্বাস্থবিধি মোতাবেক দাফন করা হয়েছে।

শনিবার সকালে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তি শহরের নাটাইপাড়ার বাসিন্দা।

বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান জানান, বগুড়ার নাটাইপাড়ার ওই ব্যক্তি গত কয়েকদিন ধরেই অসুস্থ ছিল। সকালে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে নেয়া হয়। এরপর তার করোনাভাইরাসের নমুনা দিয়ে টেস্ট করার কথা বলা হয়। ভর্তি করে ওয়ার্ডে নেয়ার সময় সে মারা যায়। সে আগে থেকেই ডায়াবেটিসে আক্রান্ত ছিল। এর সাথে নতুন করে কাশি ও শারীরিক দুর্বলতা ছিল। সে একজন ওষুধ ব্যবসায়ী। মারা যাওয়ার পর তার নমুনা সংগ্রহ করা হয়েছে।

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর