৬ জুন, ২০২০ ১৮:৩৮

বাগেরহাটে মাস্ক না পরায় ভ্রাম্যমাণ আদালতে ২৩ জনকে জরিমানা

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে মাস্ক না পরায় ভ্রাম্যমাণ আদালতে ২৩ জনকে জরিমানা

বাগেরহাটে করোনাভাইরাসের সংক্রমণের ঝুঁকি এড়াতে স্বাস্থ্যবিধি না মানার অভিযোগে ৩৭টি মামলা হয়েছে ভ্রাম্যমাণ আদালতে। আদালত সেই সাথে ২৩ জনকে ২৪ হাজার ৭০০ টাকা জরিমানা করেন। গত ২৪ ঘন্টায় জেলার বিভিন্ন হাটবাজার ও রাস্তায় চলাচল করা গণপরিবহণে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত এই আদেশ দেন। মুখে মাস্ক ব্যবহার না করার অভিযোগে এই সব ব্যক্তিদের জরিমানা করা হয়।

বাগেরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শাহিনুজ্জামান বলেন, করোনাভাইরাসের সংক্রমণ রোধে বাগেরহাটে ১১টি ভ্রাম্যমাণ আদালত মাঠে তৎপর রয়েছে। সরকারের জারি করা স্বাস্থ্যবিধি না মেনে কেউ পথে নামলে তাকে আমরা কোন ছাড় দিচ্ছিনা। গত ২৪ ঘন্টায় জেলার বিভিন্ন হাটবাজার ও রাস্তায় চলাচল করা গণপরিবহণে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারকরা ২৩টি মামলা করেছেন। এ সময়ে তাদের কাছ থেকে ২৪ হাজার ৭০০ টাকা জরিমানা আদায় করেছেন। 

বিডি প্রতিদিন/আল আমীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর