৬ জুন, ২০২০ ২২:৩৫

লালমনিরহাটে ঝড়ে ক্ষতিগ্রস্ত ৫০ পরিবার পেল সরকারি সহায়তা

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটে ঝড়ে ক্ষতিগ্রস্ত ৫০ পরিবার পেল সরকারি সহায়তা

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চলবলা ইউনিয়নে ঝড়ে ক্ষতিগ্রস্ত ৫০টি পরিবারের মাঝে সরকারি সহায়তা হিসেবে ২ বান্ডিল ঢেউটিন এবং ৬ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে। 

আজ শনিবার দুপুরে উপজেলা নব নির্মিত অডিটোরিয়াম হল রুমে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এসব ঢেউটিন ও ৬ হাজার টাকার চেক করা হয়। এতে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহব্বুরজামান আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল হাসান, চলবলা ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান মিজু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস আলম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাহাঙ্গীর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

সম্প্রতি ঘূর্ণিঝড়ে জেলার কালীগঞ্জ উপজেলার চলবলা ইউনিয়নের ৫টি গ্রামে ব্যাপক ক্ষতি হয়। ঘরবাড়ি বিধ্বস্ত হয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন এসব পরিবার। তাদের গৃহ নির্মাণের জন্য শনিবার উপজেলা চত্বরে ৫০টি পরিবারের মাঝে সরকারি সহায়তা হিসেবে ২ বান্ডিল ঢেউটিন এবং ৬ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
  

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর