৭ জুলাই, ২০২০ ১৪:১৯

দিনাজপুরে আরও ৩৩ জনের করোনা শনাক্ত

দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরে আরও ৩৩ জনের করোনা শনাক্ত

দিনাজপুরে গত ২৪ ঘন্টায় নতুন আরও ৩৩জন করোনা ভাইরাসে শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্ত রোগীর সংখ্যা ৭৮৯ জন। গত ২৪ ঘন্টায় ২০ জন সুস্থসহ জেলায় এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪৩০ জন। এর মধ্যে পুরুষ ৫৭৫জন, নারী ১৮৩ জন ও শিশু ৩১জন রয়েছে। 

এ তথ্য নিশ্চিত করে দিনাজপুর সিভিল সার্জন ডা. মো. আব্দুল কুদ্দুছ জানান, আক্রান্ত রোগীর মধ্যে দিনাজপুর সদরে ২২জন, ঘোড়াঘাটে দুইজন, ফুলবাড়ীতে একজন, খানসামায় তিনজন এবং বিরামপুরে পাঁচজন করোনায় শনাক্ত হয়েছে।

বর্তমানে হোম আইসোলেশনে ৩২৪জন এবং প্রাতিষ্ঠানিক আইসোলেশনে ৬ জন এবং হাসপাতালে ভর্তি রয়েছেন ১৪ জন। এ পর্যন্ত জেলায় মৃত্যুবরন করেন ১৫জন।

তিনি আরও জানান, গত ২৪ ঘন্টায় নতুন করে দিনাজপুর জেলায় ১৬৭জন হোম কোয়ারেন্টাইন গ্রহন করেছে। বর্তমানে হোম কোয়ারেন্টাইনের সংখ্যা মোট ১৩৫৯৯ জন।

বিডি প্রতিদিন/মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর