১৪ জুলাই, ২০২০ ১১:৫৬

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে ফেনীতে বাঁধ ভেঙ্গে ১২ গ্রাম প্লাবিত

ফেনী প্রতিনিধি

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে ফেনীতে বাঁধ ভেঙ্গে ১২ গ্রাম প্লাবিত

টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ফেনীর ফুলগাজীর মুহুরী নদী ও পরশুরামের কহুয়া নদীর ৯টি স্থানে বাঁধ ভেঙ্গে দুই উপজেলার ১২ গ্রাম প্লাবিত হয়েছে। 

রবিবার সন্ধ্যায় মুহুরী নদীর পানি বিপদসীমার ১৩২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় পানির চাপে ফুলগাজীর মুহুরী নদীর ৪টি স্থানে বাঁধ ভেঙ্গে যায়। পরে মুহুরী নদীর আরো ২টি স্থানসহ ৬টি স্থানে ও পরশুরামের কহুয়া নদীর ৩টি স্থান ভেঙ্গে যায়। ফলে পানি প্রবেশ করতে থাকে মনুষের ঘর বাড়ি ও রাস্তা ঘাটে। বন্ধ হয়ে যায় যান চলাচল। তলিয়ে যায় ফসলের ক্ষেত। ভেসে যায় মৎস খামারসহ পুকুর। 

জেলা প্রশাসকের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে দেওয়া হয়েছে শুকনো খাবারসহ ত্রাণ সামগ্রী। 

জেলা প্রশাসক মো: ওয়াহিদুজ্জামান জানান, জেলা প্রশাসকের পক্ষে থেকে সার্ভে করা হচ্ছে কারা কারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাদের শুকনো খাবার পৌঁছে দেওয়া হয়েছে। 

এদিকে, সোমবার থেকে ভারি বর্ষণ থেমে যাওয়ায় বর্তমানে মুহুরী নদীর পানি বিপদসীমার ১১.৪২ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. জহির উদ্দিন জানান, বৃষ্টি বন্ধ হওয়ার পর পানি নেমে গেলে ভাঙ্গা বাঁধগুলো সংস্কার করা হবে।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর