১৪ জুলাই, ২০২০ ১৩:০৩

রাঙামাটিতে বিদ্যুৎস্পৃষ্টে দুইজনের মৃত্যু

ফাতেমা জান্নাত মুমু, রাঙামাটি

রাঙামাটিতে বিদ্যুৎস্পৃষ্টে দুইজনের মৃত্যু

প্রতীকী ছবি

রাঙামাটিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে রাঙামাটি মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

মৃতরা হলেন- মো. আনোয়ার (৩২) ও মো. আজিজুল (৩০)।

রাঙামাটি মেডিকেল কলেজ হাসপাতালে (আরএমও) মো. সৈওকত হোসেন জানান, রাঙামাটি মেডিকেল কলেজ হাসপাতালে করোনা নমুনা পরীক্ষার পিসিআর ল্যাবে বিদ্যুৎ সংযোগের কাজ করছিলেন তিন শ্রমিক। এসময় বৈদ্যুতিক খুঁটি থেকে লাইন মাটির নিচে দিতে মাটি কাটতে গিয়ে পানির স্পর্শে শর্ট সার্কিট হয়। এসময় শ্রমিক আনোয়ার আর আজিজুল বৈদ্যুতিক স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান। 

খবর পেয়ে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলেও তাদের বাঁচানো সম্ভব হয়নি।

এব্যাপারে রাঙামাটি কোতয়ালী থানার কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জানান, পুলিশ ঘটনা তদন্ত করছে। লাশ এখনো মর্গে রয়েছে। হাসপাতাল সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, বিদ্যুৎ বিভাগ ও তাদের পরিবারের আলোচনা অনুযায়ে লাশের ময়নাতদন্ত হবে না কি, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এখনো কোনো মামলা হয়নি। তবে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

বিডি প্রতিদিন/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর