১৪ জুলাই, ২০২০ ১৬:৩৯

বোচাগঞ্জ-পীরগঞ্জ সড়কের বেহাল দশা

দিনাজপুর প্রতিনিধি:

বোচাগঞ্জ-পীরগঞ্জ সড়কের বেহাল দশা

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার এলজিইডির আওতাধীন সেতাবগঞ্জ-পীরগঞ্জ আঞ্চলিক সড়কের সাগুনি ব্রিজ পর্যন্ত ৮ কিলোমিটার সড়কটির বিভিন্ন জায়গায় খানাখন্দকে সৃষ্টি হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন পরিবহন চালকসহ পথচারীরা।

সেতাবগঞ্জ-পীরগঞ্জ সড়কের সেতাবগঞ্জ চৌরাস্তা হতে সাগুনি ব্রিজ পর্যন্ত এলজিআরডি পাকা রাস্তাটি পুনঃমেরামত কাজ শুরু হওয়ার পর পরই একটানা বৃষ্টিতে সেতাবগঞ্জ পৌরএলাকার ভড়রা রোডের বিভিন্ন জায়গায় রাস্তায় বড় বড় গর্তের সৃষ্টি হয়। এসব গর্তে পানি জমে থাকায় ওই সড়কে চলাচলকারী ভারি ও হালকা যানবাহনসহ পথচারীদের চরম দুর্ভোগের কবলে পড়ছে। এই বেহাল দশার কারণে ধান ও চাল ও খাদ্য সামগ্রী ভর্তি ট্রাক, ট্র্যাক্টর, বাস, নাইট কোচ, পিকআপ, অটোরিক্সা, ভ্যান ও মোটরসাইকেল চালকদের জীবনের ঝুঁকি নিয়ে চলছে। তাই প্রায়ই ঘটে যাচ্ছে ছোট বড় দুর্ঘটনা। 

এ ব্যাপারে বোচাগঞ্জ উপজেলা প্রকৌশলী মোঃ আনোয়ার হোসেন সাংবাদিকদের জানান, বোচাগঞ্জ-পীরগঞ্জ সড়কটির চৌ-রাস্তা মোড় হতে সাগুনি ব্রিজ পর্যন্ত মেরামতের জন্য কাজ শুরু হয়েছিল। অবিরাম বৃষ্টি হওয়ার জন্য আপাতত কাজ বন্ধ রয়েছে। 

বিডি প্রতিদিন/মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর