১৪ জুলাই, ২০২০ ১৯:৪৯

কুয়াকাটায় খাল রক্ষার দাবিতে কৃষকদের মানববন্ধন

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

কুয়াকাটায় খাল রক্ষার দাবিতে কৃষকদের মানববন্ধন

পটুয়াখালীর কুয়াকাটায় খাল রক্ষার দাবিতে কৃষকরা মানববন্ধন করেছে। খাল বাঁচাও, কৃষক বাঁচাও।’ এমন ¯েøাগান সংবলিত ফেস্টুন, ব্যানার নিয়ে দেড় শতাধিক কৃষক এতে অংশ নেন। মঙ্গলবার সকাল ১০টায় খাল পুনরুদ্ধার কমিটির ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

এ সময় কৃষকরা বলেন, প্রবাহমান কচ্ছপখালী খালে স্থানীয় একটি প্রভাবশালী মহল একাধিক স্থানে বাঁধ দিয়ে মাছ চাষ করছে। এতে পানি নিষ্কাশন ব্যবস্থা বন্ধ থাকায় নবীনপুর, তুলাতলী, আজিমপুর, মুসুল্লীয়াবাদ, দোভাসীপাড়া ও কচ্ছপখালী গ্রামের শতাধিক পরিবারের প্রায় দুই হাজার একর জমির বীজতলা নষ্ট হয়ে গেছে। কৃত্রিম জলাবদ্ধতা দেখা দিয়েছে গোটা এলাকায়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জগৎবন্ধু মন্ডল সাংবাদিকদের বলেন, খালে বাঁধ দিয়ে মাছ চাষ করছে এমন অভিযোগ রয়েছে। খোঁজ-খবর নিয়ে ব্যবস্থা  নেয়া হবে।

বিডি প্রতিদিন/আল আমীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর