১৫ জুলাই, ২০২০ ১৪:১২

চা-বাগান এলাকায় আইন-শৃঙ্খলার সমস্যা ও করণীয় সংক্রান্ত মতবিনিময়

হবিগঞ্জ প্রতিনিধি:

চা-বাগান এলাকায় আইন-শৃঙ্খলার সমস্যা ও করণীয় সংক্রান্ত মতবিনিময়

হবিগঞ্জে চা-বাগান এলাকার বিদ্যমান আইন-শৃঙ্খলার সমস্যা ও করণীয় সংক্রান্ত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে হবিগঞ্জ পুলিশ লাইনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা বিপিএম'র (পিপিএম) সভাপতিত্বে এবং সিনিয়র সহকারি পুলিশ পারভেজ আলম চৌধুরী পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন, সহকারি পুলিশ সুপার মোহাম্মদ নাজিম উািদ্দনসহ বিভিন্ন থানার অফিসার ইনচার্জ, চা বাগানের ম্যানেজার ও শ্রমিক নেতৃবৃন্দ। 

সভায় পুলিশ সুপার বলেন, চা-শিল্পকে রক্ষার জন্য প্রশাসনের পক্ষ থেকে চা-বাগানগুলোতে নিরাপত্তা আরও জোরদার করা হবে। তিনি এ ব্যাপারে বাগান কর্তৃপক্ষকে বাগানের ম্যানেজারের বাংলাতে সিসি ক্যামেরা স্থাপনের পাশাপাশি বাউন্ডারি নির্মাণের পরামর্শ দেন। মতবিনিময় সভায় জেলার ২৩টি চা বাগানের ম্যানেজার ও শ্রমিকবৃন্দসহ সাংবাদিকগণ অংশগ্রহন করেন। 

বিডি প্রতিদিন/মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর