১৫ জুলাই, ২০২০ ১৮:৪১

বাগেরহাটে পশু কেনা-বেচায় ‘কোরবানীর হাট’ অ্যাপ চালু

বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাটে পশু কেনা-বেচায় ‘কোরবানীর হাট’ অ্যাপ চালু

কোরবানীর ঈদকে সামনে রেখে অনলাইলে পশু কেনা-বেচার জন্য বাগেরহাট জেলা প্রশাসন ‘কোরবানীর হাট’ নামে একটি অ্যাপ চালু করেছে। বাগেরহাটের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ বুধবার এই অ্যাপের উদ্বোধন করেন। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. লুৎফর রহমান, জেলা পশু খামারী সমিতির সভাপতি মো. ফিরোজুল ইসলামসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে সামাজিক দূরত্ব মেনে দুই দফায় জেলার ৬০ জন পশু খামারীকে অনলাইনে পশু কেনা-বেচার বিষয় হাতে কলমে প্রশিক্ষণ দেয়া হয়েছে। জেলা প্রাণী সম্পদ বিভাগ ও জেলা প্রশাসন যৌথভাবে এই অনলাইন অ্যাপস ও প্রশিক্ষনের আয়োজন করে।

জেলার ৯টি উপজেলা প্রশাসনের মাধ্যমে পশু খামারীদের প্রশিক্ষণ ও প্রচারণা চালানো হচ্ছে। এ জেলায় ছোট-বড় ৭ হাজার খামার রয়েছে। এ সব খামারে ঈদকে সামনে রেখে বিক্রির জন্য ৪৪ হাজার গরু-মহিষ ও ছাগল প্রস্তুত রয়েছে।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর