১৬ জুলাই, ২০২০ ১০:০১

রাজবাড়ীর আরও একটি পয়েন্টে পদ্মার পানি বিপৎসীমার ওপরে

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর আরও একটি পয়েন্টে পদ্মার পানি বিপৎসীমার ওপরে

উজানের পাহাড়ি ঢল ও ভারি ভর্ষণে গত সোমবার (১৩ জুলাই) থেকে দ্বিতীয় দফায় রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া গেজ স্টেশনে পদ্মা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এরপর আজ বৃহস্পতিবার সকাল ৬টা থেকে পাংশার সেনগ্রাম গেজ স্টেশন পয়েন্টেও বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে পদ্মা নদীর পানি।

রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ড জানান, গত ২৪ ঘন্টায় গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া গেজ স্টেশনে পদ্মার পানি ০.২৫ মিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ০.৮৩ মিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া পাংশা উপজেলার সেনগ্রাম গেজ স্টেশনে পদ্মার পানি ০.২৭ মিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ০.২৪ মিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে রাজবাড়ী সদর উপজেলার মহেন্দ্রপুর গেজ স্টেশনে পদ্মা পানি ০.২৫ মিটার বৃদ্ধি পেলেও বিপৎসীমার নিজ দিয়ে প্রবাহিত হচ্ছে।

রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী মো. শফিকুল ইসলাম শেখ বলেন, পদ্মানদীর পানি ভয়াবহ আকারে বৃদ্ধি পাচ্ছে। আজ বিকেলে সদরের মহেন্দ্রপুর গেজ স্টেশনের পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হবার সম্ভাবনা রয়েছে। রাজবাড়ীর নিম্নাঞ্চল প্লাবিত হতে শুরু করছে। 

তিনি আরও বলেন, পানি যেভাবে বৃদ্ধি পাচ্ছে এটি যদি অব্যাহত থাকে তবে কয়েকদিনের মাঝে দৌলতদিয়া ফেরিঘাট পানির নিচে তলিয়ে যেতে পারে।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসির

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর