১৬ জুলাই, ২০২০ ২০:৫২

কালকিনিতে অগ্নিকাণ্ডে দিনমজুরের বসতঘর পুড়ে ছাই

মাদারীপুর প্রতিনিধি

কালকিনিতে অগ্নিকাণ্ডে দিনমজুরের বসতঘর পুড়ে ছাই

 

মাদারীপুরের কালকিনিতে অগ্নিকাণ্ডে আনোয়ার সরদার নামে এক দিনমজুরের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে করে প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বু্ধবার রাতে। ক্ষতিগ্রস্ত দিনমজুর পৌর এলাকার পশ্চিম শিকারমঙ্গল গ্রামের ফটিক সরদারের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, মিন্টু সরদারের রান্না ঘর থেকে দিনমজুর আনোয়ার সরদারের বসতঘরে আগুন লাগে। মুহূর্তের মধ্যে তা পুরো ঘরে আগুন ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা দেখে স্থানীয় লোকজন এসে আগুন নেভাতে সক্ষম হয়। এতে করে ঘরে থাকা ১টি ফ্রিজ, ১টি টিভি ও চাল-ডালসহ সমস্ত আসবাপত্র পুড়ে যায়।

ক্ষতিগ্রস্ত আনোয়ার সরদার কান্নাজনিত কন্ঠে বলেন, আমি গরীব মানুষ, আগুনে আমার সব শেষ করে দিয়ে গেছে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, বিষয়টি আমি দেখব।

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর